সময়ের উর্মিমালায় বয়ে যায় শত স্মৃতি। কোনও এক সময়ের ঘটনা রুপান্তরিত হয় স্মৃতির ডায়েরিতে। এমন এক দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় গোটা জাতিকে। হৃদয়ের মণিকোঠায় ভেসে বেড়ায়, স্মৃতির ডায়েরিতে বেড়ে ওঠা প্রিয় মানুষদের নিষ্পাপ মুখগুলো। যারা দেশের তরে বিলিয়ে দিয়ে গেছে নিজেদের জীবন। ভোগের থেকে ত্যাগের মহিমায় যারা ছিলেন মহিমান্বিত।
আজ এমন এক স্মৃতি প্রস্ফুটিত হবে আমার ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যতটা না শিউরে উঠেছিলাম তার থেকে বেশি শিহরিত হচ্ছি ঘটনাগুলো লিপিবদ্ধ করতে গিয়ে। বারবার স্তম্ভিত হয়ে পড়ছি লেখার মাঝে মাঝে। মনে হচ্ছে, এইতো আমি দেখতে পাচ্ছি কী ঘটেছিল ওই ভয়াল রাতে।