ক্যাসিনোকাণ্ডের পর যেসব ক্লাব বন্ধ আছে, সেগুলো খুলে দেয়ার উদ্যোগ নিচ্ছে দেশের খেলাধুলার অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বন্ধ থাকা ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমকে।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে কয়েকজন ক্রীড়া সংগঠক বন্ধ ক্লাবগুলোর সংকটের কথা তুলে ধরলে ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পরিষদের সচিবকে এ বিষয়ে আলোচনার নির্দেশ দেন।