এরশাদের দীর্ঘ ছায়া

সমকাল মোজাম্মেল হোসেন প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৯:৪৬

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অশরীরী ছায়া দেশের রাজনৈতিক পর্দার প্রান্তদেশে আবার দুলে উঠেছে। পর্দা কতখানি কাঁপবে, তা এখনই বলা যাচ্ছে না। ইতিহাসে পুনরাবৃত্ত বিষয় প্রহসন হিসেবেই সাধারণত এসে থাকে। এ নিয়ে কার্ল মার্ক্সের একটা বহু ব্যবহূত উক্তি রয়েছে।


এরশাদের রেখে যাওয়া রাজনৈতিক দল জাতীয় পার্টি উত্তরাধিকারীদের ভূসম্পত্তির মতোই ভাই-বেরাদর, স্ত্রী-পুত্রের বিবাদ-বিসম্বাদ ও মিল-মিশের মধ্য দিয়ে টিকে আছে তো বটেই, রাজনীতির শেয়ার মার্কেটে দলটির দামও চড়া থাকে। কারণ সংসদীয় রাজনীতিতে ক্ষমতার নিরিখে দলটিকে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই দরকার হয়। জবরদখল করা ক্ষমতা থেকে গণআন্দোলনে ৩০ বছর আগে পতিত হওয়ার পর দুর্নীতি মামলার আসামি এরশাদকে নিয়ে এই টানাটানি চলে। এক পর্যায়ে বিএনপিকে পিছু হটতে হয়। আওয়ামী লীগই তাকে বগলদাবা করে রাখে বহু বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us