রওশনদের তৎপরতায় চিন্তিত নয় কাদেরের জাপা

প্রথম আলো প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০৯:৪৬

রওশন এরশাদ ও তাঁর অনুসারীদের তৎপরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, বয়স ও শারীরিক নানা সমস্যার কারণে রওশন এরশাদ এখন অনেকটাই জীবনসায়াহ্নে। ফলে তাঁকে সামনে রেখে যারা দলে বিভক্তির চেষ্টা চালাচ্ছে, তারা বেশি দূর যেতে পারবে না।


যদিও ৯ মার্চ রওশন এরশাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন ডেকেছেন। এর মধ্য দিয়ে দলে আরেক দফা ভাঙনের আশঙ্কা করছেন নেতা-কর্মীদের অনেকে।


তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রওশনদের এই তৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে দলকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন জি এম কাদের। এ লক্ষ্যে গতকাল বুধবার বনানীতে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা হয়। সভায় আগামী ১২ অক্টোবর জাপার কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তার আগে রোজায় ইফতার অনুষ্ঠান, এপ্রিল মাসে কেন্দ্রীয় বর্ধিত সভা এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং সাংগঠনিক সফর শেষে আগস্টের মধ্যে সব জেলায় সম্মেলন করার সিদ্ধান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us