সম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা। শুধু টাকা-পয়সা নয়, মোবাইল হ্যাক করে যাবতীয় ব্যক্তিগত তথ্য অপরাধীর জিম্মায় চলে যেতে পারে।
ফোন চার্জ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। শুধু ফোন খারাপ হলেই যে এমন হবে তা কিন্তু নয়, ফোন হ্যাক করলেও এই সমস্যা দেখা দিতে পারে। ফোন হ্যাক হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে।
সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে ফোন হ্যাক করতে পারে এবং অনেক সময় ব্যবহারকারী তা বুঝতে পারে না। তবে কিছু সাধারণ লক্ষণ ও আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোন হ্যাক হয়েছে কিনা। কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও উপায় দেওয়া হলো, যেগুলো দিয়ে আপনি জানতে পারবেন ফোন হ্যাক হয়েছে কি না।