মার্চের শুরুতে জি এম কাদের ও রওশন এরশাদপন্থীদের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে (জাপা)। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দলের নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো আপস না হলে জাপায় আরেক দফা ভাঙন হতে পারে।
আগামী ২ মার্চ জাপার নীতিনির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। অন্যদিকে ৯ মার্চ জাপার নামে কেন্দ্রীয় সম্মেলন আহ্বান করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
জি এম কাদের ও রওশন এরশাদের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২ মার্চের প্রেসিডিয়াম সভা ও ৯ মার্চের সম্মেলন ঘিরে দুই পক্ষই নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা করছে। সম্মেলন সামনে রেখে রওশন এরশাদ দলের সাবেক, নিষ্ক্রিয় এবং বাদ পড়া নেতাদের সংগঠিত করছেন। অন্যদিকে জি এম কাদের দলে নিজের অবস্থান আরও সংহত করতে কাউকে পদোন্নতি, আবার অব্যাহতি পাওয়া নেতাদের কাউকে কাউকে স্বপদে ফিরিয়ে আনছেন।