মন্দা কাটছে না, কমেছে কাঁচামাল আমদানি

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

গত নভেম্বর মাসে কাঁচামাল আমদানি কমে ৫২৭ কোটি ডলারে নেমে আসায় দেশে ব্যবসাবাণিজ্য স্থবির হয়ে পড়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৬০ কোটি ডলার। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি কম হওয়ায় উচ্চ মূল্যস্ফীতি এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এমন একটি প্রতিকূল অর্থনৈতিক চক্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভোক্তাদের একইভাবে উদ্বিগ্ন করে।

যেমন আমদানি কমার প্রভাবে বাড়তে পারে মূল্যস্ফীতি,  যার প্রভাব পড়ে ভোক্তার ওপর। 


সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের নভেম্বরে ঋণপত্র খোলার (এলসি) মাধ্যমে আমদানি লেনদেনের মূল্য ৬ শতাংশ কমে ৫২৭ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৫৬০ কোটি ডলার। চলতি বছরের পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) আমদানি বাণিজ্যের জন্য খোলা ঋণপত্রের মোট মূল্যও ১ শতাংশের মতো কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, একই সময়ে ঋণপত্র (এলসি) নিষ্পত্তির পরিমাণও ১ শতাংশ কমে ২ হাজার ৭৮৮ কোটি ডলারে নেমে এসেছে।

ব্যাংকাররা বলছেন, চলমান পরিস্থিতিতে ব্যবসা এবং বিনিয়োগ পরিকল্পনায় ব্যবসায়ীরা একটি সাময়িক বিরতি দিয়েছেন। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি নেমে এসেছে। এর প্রভাবে কমেছে আমদানিও। তারা আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশের শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট সারা দেশে বিপুলসংখ্যক কারখানায় হামলা ও ভাঙচুর হয়, যা ব্যবসা কার্যক্রমকে আরও স্থবির করেছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us