স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় কারাগারে আছেন ঢাকার প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। সাংবাদিকদের নানা সংগঠন আজও তার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে।
ঢাকার একটি আদালতে ভার্চুয়াল শুনানির পর আদালত বলেছে, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের বিষয়ে আদেশ পরে দেয়া হবে।
মিজ ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেছেন, আদালত সরকার পক্ষ এবং অভিযুক্তের পক্ষের বক্তব্য শোনার পর আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
"শুনানি শেষে আদালত বলেছে রেকর্ড পর্যালোচনা করে আদেশ দেয়া হবে। আমি প্রশ্ন করেছিলাম যে আজ আমরা আদেশ পাবো কি-না। জবাবে আদালত বলেছে চেষ্টা করবেন। আমরা আশা করছি আজই আদেশ পাবো," মিস্টার সমাজী শুনানির পর সাংবাদিকদের বলছিলেন।
ওদিকে রোজিনা ইসলাম কাশিমপুর কারাগারে রয়েছেন এবং ভার্চুয়াল শুনানি হওয়ায় তাকে আদালতে আনা হয়নি।