চারদিকে নানা অরাজক অবস্থা দেখে মনে হচ্ছে যেন একটি দমবন্ধকর পরিস্থিতি অতিক্রম করছি। অনেকে মনে করেন, পটপরিবর্তকারী একটি রক্তাক্ত আন্দোলনের পর ঘোর কাটতে নাকি একটু সময় লাগে। ফলে সুস্থির সময় আশা করা যায় না। যারা আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, তাদের ক্ষোভ শান্ত হতে একটু দেরি হবে হয়তো।
তাই বলে তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারাটা চিন্তার বিষয়। আমার কাছে এর একটি কারণ খুব যৌক্তিক মনে হচ্ছে, তা হলো নানা মতের অনুসারী দেশবাসীর মধ্যে হতাশা বেড়ে যাওয়া। বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মনে স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা যখন তৈরি হয় এবং ঘোর কাটতেই স্বপ্নভঙ্গ ঘটে, তখন চরম হতাশা থেকে অস্থিরতা বাড়ে।