পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হলো হার্টের একটি বিরল রোগ, যা গর্ভধারণের শেষ পর্যায়ে (শেষের তিন মাস) বা প্রসবের পর পাঁচ মাসের মধ্যে নারীদের দেখা যায়। এ রোগে হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায় এবং রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলে হৃৎস্পন্দন বা শ্বাসকষ্টের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় এটি বেশ জটিল ও বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে।
লক্ষণ
পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা, শ্বাসকষ্ট, বিশেষ করে শোয়া অবস্থায় পায়ে পানি আসা, বুক ধড়ফড় করা, দ্রুত বা অনিয়মিত হৃৎস্পন্দন ইত্যাদি। লক্ষণগুলো কখনো কখনো গর্ভাবস্থার স্বাভাবিক পরিবর্তনগুলোর সঙ্গে মিলে যেতে পারে। তাই এটি সঠিকভাবে নির্ণয় করা গুরুত্বপূর্ণ।