মঙ্গলবার ইসরাইলের মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে আক্রমণ অব্যাহত।
জাতিসংঘ-সহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরাইলের দিকে। কারণ মঙ্গলবার ইসরাইলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিশ্বনেতাদের আশা, সংঘর্ষবিরতির প্রস্তাবে রাজি হবে ইসরাইল।
তবে আলোচনার আগে লেবাননে ইসরাইলের আক্রমণ অব্যাহত। সোমবার লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যার জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।