১৭ মে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হাতে সাংবাদিক রোজিনা ইসলামের আটক ও মামলার ঘটনাটি সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছিল। সে ঘটনার প্রতিবাদে একাত্তর টিভিও বলিষ্ঠ ভূমিকা রাখে। ‘রোজিনা নির্যাতন প্রশ্নে নিরাপস সাংবাদিক সমাজ’ শিরোনামের ওপরের নিবন্ধেও মোজাম্মেল বাবু দেখিয়েছেন, এই ঘটনার জেরে দেশে সাংবাদিকতা এবং গণতন্ত্রের চর্চাক্ষেত্র কীভাবে বিপদগ্রস্ত হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে একাত্তর টিভি এবং মোজাম্মেল বাবুর সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করি। তাঁকে ধন্যবাদ জানাই।