হতাশ সালাহ, চলছে নাটকীয়তা-ভক্তদের ক্ষোভ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৬

‘আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি। কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি, তারচেয়ে অনেক বেশি বাইরে আছি।’ সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জিতিয়ে লিভারপুলে নিজের অবস্থা সম্পর্কে এভাবেই বলছিলেন মোহাম্মদ সালাহ। আগামী বছরেই শেষ হবে তার চুক্তি। কিন্তু চলতি বছরের একেবারে শেষে এসেও যিনি চুক্তি নবায়নের কোনো প্রস্তাবই পাননি। 


চলতি বছরের পারফরম্যান্স দেখলে অবশ্য সালাহকে দলে না রাখার কোনো কারণই নেই লিভারপুলের। চলতি মৌসুমে ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। সঙ্গে ১০ অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে আছে ১০ গোল আর ৬ অ্যাসিস্ট। তার এমন পারফরম্যান্সের সুবাদেই ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ পয়েন্টে এগিয়ে থেকে সবার ওপরে আছে লিভারপুল। 


ফুটবল বিশ্লেষণ বিষয়ক সংস্থা অপ্টার ভাষ্য, সালাহর ১০ গোল আর ৬ অ্যাসিস্ট না থাকলে চলতি মৌসুমে এই পর্যায়ে লিভারপুলের অবস্থান থাকতো পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে। ২০১৭ সালে মার্সিসাইডের ক্লাবে যোগদানের পর থেকে প্রতিটি মৌসুমেই কমপক্ষে ২৩ গোল করেছেন সালাহ। ইউর্গেন ক্লপ যুগে অলরেডদের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন এই মিশরীয় উইঙ্গার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us