ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই টাইগার অলরাউন্ডারকে দলে নেয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাকিব ও সুনীল নারিনকে নিয়ে। কারণ ইনজুরিতে না পড়লে কলকাতার একাদশে ইয়ান মরগান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স একেবারে নিয়মিত।
চতুর্থ বিদেশি হিসেবে একাদশে জায়গা পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন সাকিব ও নারিন। অনেকেই সাকিবকে একাদশে দেখলেও অনেকে অবশ্য নারিনকে রাখছেন। তবে নিজেদের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাকিব। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে খুব বেশি সুযোগ পাননি সাকিব আল হাসান। সাতে নেমে ৫ বলে করেছিলেন মাত্র ৩ রান। সাকিবকে সাতে খেলানো ভালো লাগেনি হার্শা ভোগলের।