আর পাঁচটা ক্যারবীয় ক্রিকেটারের মতো না তিনি। সব সময় হাসি-তামাশা, নাচ-গানে মত্ত থাকেন না আন্দ্রে রাসেল। তবে প্রাণচাঞ্চল্য ভরপুর তার মধ্যেও। আনন্দে-উৎফুল্লেও কখনো ভাটা পড়ে না। সেটা অবশ্য সব সময় পারফরম করার কারণে।
অলরাউন্ডার হওয়ার সুবাদে কখনো ব্যাটিংটা মনের মতো না হলেও, বল হাতে সেটা পুষিয়ে দেয়ার চেষ্টা করেন। আবার কোনোদিন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কায়দা করে ঘায়েল করতে না পারলে, ব্যাট হাতে ধারণ করেন রুদ্রমূর্তি। যার ঝাঁজে জ্বলে-পুড়ে খাক হয় অন্যপ্রান্ত থেকে বল ছোড়া বোলার।