কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে বল হাতে দলকে জেতাতে না পারায় ভীষণ বাজে পরিস্থিতির মুখে পড়েছেন ড্যান ক্রিস্টিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের সঙ্গীকে নিয়েও বাজে মন্তব্য করা হচ্ছে। এতে বেজায় চটেছেন তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও জাতীয় দল সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল।