জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মোস্তফা বলেন, জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল। আমাদের দুর্বল ভাববেন না। জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয়। যদি কেউ এটা মনে করেন তাহলে ১৯৯০/৯১ সালের মতো আবার রংপুরে জাতীয় পার্টি গর্জে উঠবে।
মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই।
২ নভেম্বর জাতীয় পার্টির সারাদেশের দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে মোস্তফা বলেন, ভিপি নুরের দলকে হিসাব করার সময় আমাদের নেই। এরপরও তাদের ঘোষণা হালকাভাবে নেইনি। সকাল থেকেই প্রতিদিনের মতো পার্টি অফিসে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।