কানাডায় খালিস্তানিদের ওপরে হামলার নেপথ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে। কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসনের এমন বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললো ভারত। এ বিষয়ে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে তলব করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেন, তা অযৌক্তিক ও ভিত্তিহীন। ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করছে।
শনিবার জয়সওয়াল বলেন, কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতকে অসম্মান ও অন্য দেশকে প্রভাবিত করার জন্য কৌশল হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে ভিত্তিহীন ইঙ্গিত করছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।