সমীক্ষকেরা জানান, রাশিয়া, মিয়ানমারের সামরিক অভ্যুথানের নেতাদের সঙ্গে আঁতাত করে সামরিক অস্ত্র সরঞ্জাম বিক্রির উদ্যোগ নিচ্ছেI তাদের মধ্যেকার এই জোট, অস্ত্র বিক্রির মাধ্যমে মস্কোর পররাষ্ট্র নীতির উচ্চাভিলাষ পূরণ করবেI
এদিকে ১০টি জাতিগোষ্ঠী বিদ্রোহী দলের নেতারা, ক্যু-বিরোধী অভিযানে তাদের সহায়তার কথা জানিয়েছেনI ব্যাংকক ভিত্তিক জেইন'স গ্রূপের একজন সমালোচক বলেছেন, স্পষ্টত:ই মস্কো বার্মার সামরিক বাহিনী, বিশেষতঃ বিমান বাহিনীকে সহায়তা দিয়ে আরো উন্নীত করতে আগ্রহীI এবং একই সঙ্গে মস্কো, ASEAN অর্থনৈতিক ফোরামের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়াস চালাচ্ছেI