৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল, হেনরি নিকোলসের পর উইলি ইয়ং। প্রথমজন মোস্তাফিজুর রহমানের কাটারে, পরের দুই জন তরুণ অফ স্পিনার শেখ মেহেদী হাসানের অফ ব্রেকে বোকা হয়ে। আকাশেই উড়ছিল বাংলাদেশ। ২৭১ রানটা তখন নিউজিল্যান্ডের কাছে অনেক দূরেরই মনে হওয়ার কথা। কিন্তু ডেভন কনওয়ে আর টম ল্যাথাম দারুণ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিলেন। ১১৩ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি নিজেদের করে নিয়েছেন, তখনই বড় আঘাত। তামিমের ডাইরেক্ট থ্রোতে রান আউট হলেন কনওয়ে।
উইকেটে জমে যাওয়া কনওয়ের ফেরাটা নিউজিল্যান্ডের জন্য বড় আঘাতই। এ প্রতিবেদন লেখার সময় ৩৮.৫ ওভারে ৪ উইকেটে ২০৩ রান তুলেছে তারা। জয়ের জন্য ৬৭ বলে তাদের দরকার ৬৯ রান। কিন্তু আর একটি উইকেট তুলে নিলেও আবারও বিপদে পড়ে যাবে কিউইরা। তবে নতুন উইকেটে আসা জিমি নিশামের ক্যাচ ফেলে সে আশা দূরে ঠেলেছেন মুশফিকুর রহিম। ল্যাথাম অবশ্য ফিফটি করে উইকেটে আছেন। তবে তিনি থাকতে পারতেন না, যদি শেখ মেহেদী তাঁর সহজ একটা ক্যাচ মিস না করতেন।