চোট পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় আঘাত পেয়ে মাথায় সেলাই দেওয়া হয়েছে। বেশ কিছু দিন লাগবে তার ফিট হয়ে উঠতে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না এই পেসার।
শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এর আগে গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মোস্তাফিজ। বিদেশি সতীর্থ ম্যাথু ফর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন ফিজ। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।