ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় থানায় একটি ‘অপমৃত্যু’ মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মুশতাকের মরদেহ শুক্রবারবার বিকালে পৌঁছেছে ঢাকার লালমাটিয়ায় তার বাসায়।
মুশতাকের চাচাতো ভাই ডা. নাফিসুর রহমান সাংবাদিকদের বলেছেন, এশা পর লালমাটিয়া সি ব্লকের মিনার মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তার ভাইকে।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের। কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।