লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভের সময় গ্রেপ্তার ছয়জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক রাজেশ চৌধুরী আজ রোববার তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত ছয়জন হলেন তামজিদ হায়দার, নজির আমিন চৌধুরী, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। এ মামলায় গ্রেপ্তার আরেক আসামি নোয়াখালীর এ এস এম তানজিমুর রহমানের পক্ষে জামিন আবেদন করা হয়নি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।