সব জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে অবশেষে পদ্মা সেতু চূড়ান্ত বাস্তবায়নের দিকে। এ নিয়ে সরকার ও তার সমর্থকরা যখন উজ্জীবিত, তখন বিএনপি ও তার মিত্ররা অনেকটা অস্বস্তিতে। নেতাদের বক্তব্যে অস্বস্তি অপ্রকাশিতও থাকছে না।
এই পদ্মা সেতু নিয়ে ২০১৮ সালের জানুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বক্তব্যে বলেছিলেন, ‘পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে সরকার। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। এ সেতুতে কেউ উঠবেন না। অনেক ঝুঁকি আছে।’ যদিও এই বক্তব্য নিয়ে তখনই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় দেশের অন্যতম বৃহৎ দলের প্রধানকে।