বাংলাদেশের বিভিন্ন খাতে নরডিক রাষ্ট্রগুলো বড় বিনিয়োগ করতে চায়। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স কক্ষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত নরডিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা।
বিডা বলছে, আজ বাংলাদেশে নিযুক্ত তিন নরডিক দেশভুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা যথাক্রমে উইনি এসট্রুপ পেটারসেন, আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে ও এসপেন রিকটার ভেন্ডসেন বিডার কার্যালয়ে এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, করোনাকালীন সেবা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা।