কাঁচামালের উচ্চ আমদানি শুল্কের কারণে দেশের আসবাবশিল্পের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। উচ্চ শুল্কের কারণে রপ্তানিবাজারের প্রতিযোগিতায়ও পিছিয়ে যাচ্ছে আসবাবশিল্প খাত। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বিডা বলছে, পোশাক ও বস্ত্র খাতের পর দেশে সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে আসবাবশিল্প খাতে। বর্তমানে এ খাতে প্রায় ২৫ লাখ লোক কাজ করছেন। কিন্তু কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কসহ বেশ কিছু কারণে অন্যতম বৃহৎ এ শিল্প খাতের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।