শিল্প দুর্ঘটনার ঝুঁকিতে থাকা প্রায় ৪৭ শতাংশ কারখানা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ঝুঁকি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
গত বছরের মে মাসে বিডা চিহ্নিত হওয়া ১০৬ ঝুঁকিপূর্ণ কারখানার মধ্যে ১৭টিকে তিন মাসের মধ্যে সংশোধনী কর্মপরিকল্পনা (সিএপি) বাস্তবায়নের নির্দেশ দেয়।
কম ঝুঁকিপূর্ণ বাকি ৮৯ কারখানাকে বছরের শেষ নাগাদ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বলা হয়।
কারখানা পরিদর্শন উদ্যোগের জাতীয় সমন্বয়ক অভিজিৎ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'উচ্চ ঝুঁকিপূর্ণ ১৭ কারখানার মধ্যে চারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জে স্থানান্তর করা হয়েছে।'