নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার গণমাধ্যমে জানান, আজ মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের তালিকায় এসেছে।