নতুন গ্যাস পাইপলাইনের আগে বিকল্প সুরক্ষা ব্যবস্থা কী?
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১২:০০
রাজধানী ঢাকার সব গ্যাস পাইপলাইন ২৫ বছরের পুরনো। কোনও কোনও জায়গায় সেগুলোর বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। এ কারণে রাজধানীর বিশাল অংশের নাগরিকরা ঝুঁকির মধ্যে বসবাস করছেন। নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ ট্র্যাজেডির পর সেই আশঙ্কা আরও বেড়েছে। তাছাড়া নারায়ণগঞ্জে ৩৪ জনের মৃত্যুর পর সাভারে গ্যাস লিকেজের অগ্নিকাণ্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পাইপলাইন বদলে ফেলতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার আশঙ্কা কমবে বলে মনে করেন তিনি।
কিন্তু পাইপলাইন পরিবর্তনের উদ্যোগ এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের মধ্যে আটকে আছে। ডিপিপি প্রণয়ণের মাধ্যমে আর্থিক সংকুলান হলেও প্রকল্পটি বাস্তবায়ন করতে কয়েক বছর লেগে যাবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই দীর্ঘ সময় কি নিয়মিত বিরতিতে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলবে? নাকি বিকল্প কোনও সুরক্ষা ব্যবস্থা থাকবে?