নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার বৈদ্যুতিক মিস্ত্রী মোবারক হোসেন আদালতে জবানবন্দি দিয়েছেন। বিদ্যুৎ সংযোগ অবৈধ ছিল বলে স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
তিনি জানান, পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিদ্যুৎ সংযোগ অবৈধ ছিল- এ তথ্য স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বৈদ্যুতিক মিস্ত্রী মোবারক হোসেন। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদের বিদ্যুৎ সংযোগ অবৈধ ছিল। বৈদ্যুতিক তারে স্পার্ক হয়ে জমে থাকা গ্যাসের সঙ্গে মিশে যায়। এ কারণেই বিস্ফোরণ ঘটে। অবৈধ সংযোগ দিয়েছিল মোবারক হোসেন। আদালতে জবানবন্দিতে সে দোষ স্বীকার করেছে।