করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারে সমর্থন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪
বিশ্বে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ইতোমধ্যে ভ্যাকসিন উন্নয়নের কাজ অনেকটাই এগিয়ে এনেছেন। তবে ভ্যাকসিন হাতে আসার আগেই করোনার চিকিৎসায় ‘জীবনদায়ী’ ওষুধের তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি কম ডোজের স্টেরয়েড। এই তালিকায় রয়েছে হাইড্রোকর্টিসোন, ডেক্সামিথাসোন বা মিথাইল প্রেডনিসোলোনের মতো স্টেরয়েড।