বিশ্বের যে দেশেই দারিদ্র্য ব্যাপ্ত, সেখানেই দাবি ওঠে যে দারিদ্র্য বিমোচন ব্যয় বাড়াতে হবে। নানা সময়ে বহু দেশেই দারিদ্র্য অভিমুখীন অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু দারিদ্র্যের আপাতনের ওপর তেমন একটা প্রভাব পড়েনি। তাহলে বোঝা যাচ্ছে যে দারিদ্র্য হ্রাসের জন্য অর্থ ব্যয় একটি আবশ্যিক শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। অর্থাৎ অর্থ ব্যয় বৃদ্ধির মাধ্যমে একটি সমাজে দারিদ্র্যের আপাতন কমাতে হলে আরো কিছু বিষয় বুঝতে হবে এবং বেশকিছু শর্ত পূরণ করতে হবে। যেমন এ ব্যাপারে একটি পরিষ্কার ধারণা থাকা দরকার যে দারিদ্র্যের জন্য বরাদ্দ অর্থ কোন কোন খাতে ব্যবহার করলে সবচেয়ে সুফল পাওয়া যাবে। তেমনিভাবে বুঝতে হবে, দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি দারিদ্র্য হ্রাসের একটি অন্যতম শর্ত।
বাংলাদেশে দারিদ্র্য নিরসনে অর্থ ব্যয়ের কার্যকারিতা বুঝতে হলে দুটো বিষয়ের ধারণা অত্যন্ত জরুরি। এক. এ দেশের দারিদ্র্যের গতিময়তা সম্পর্কে সম্যক জ্ঞান এবং দুই. এ দেশে দারিদ্র্য নিরসনী অর্থ ব্যয়ের প্রকৃতি। এজন্য দেশের দারিদ্র্য ও বৈষম্য পরিসংখ্যানের সঙ্গে সুপরিচিতি যেমন প্রয়োজন, তেমনি দরকার দারিদ্র্য নিরসনে বাংলাদেশে ব্যয়িত অর্থের ব্যাপ্তি সম্পর্কে একটি ধারণা।