রিমান্ড শেষে ৭ আসামি কারাগারে, সময় বাড়ল তদন্ত কমিটির
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৬:৪৮
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ ৭ আসামিকে রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কক্সবাজার কোর্ট পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ জানান, আজ (গতকাল বৃহস্পতিবার) র্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। কারাগারে প্রেরিত ৭ আসামি হলেন- এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর রহমান, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও পুলিশের দায়ের করা মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ।