১৯০ বল হাতে রেখে ১০ উইকেটে জিতল পাকিস্তান

প্রথম আলো প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪২

আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে উড়ে গিয়েছিল পাকিস্তান। তিন ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ডিএলএস পদ্ধতিতে  তারা হেরেছিল ৮০ রানে। জিম্বাবুয়ের ২০৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছিল মোহাম্মদ রিজওয়ানের দল।


বুলাওয়েতেই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে উল্টো দৃশ্য। জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, ৩২.৩ ওভারে অলআউট হয়েছেন ১৪৫ রানে। কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান।


জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। বিশেষ করে লেগ স্পিনার আবরার আহমেদ ও অফ স্পিনার আগা সালমান। দুজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। আবরার ৮ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন ৩৩ রান দিয়ে। সালমান ৭ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট অন্য দুই স্পিনার সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us