পোশাক খাতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ রাখার অনুরোধ করেছে দেশের পোশাক রপ্তানিকারকদের সমিটি বিজিএমইএ। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহামারীর কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা ও তৈরি পোশাক খাতের সহায়তায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও রপ্তানি মূল্যের উপর উৎসে কর দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে দশমিক ৫ শতাংশ করায় কিছুটা নাখোশ পোশাক মালিকরা। তারা উৎসে কর দশমিক ২৫ শতাংশ রাখার অনুরোধ করেন।
বিজিএমইএর এক বিবৃতিতে বলা হয়, যখন সমগ্র বিশ্ব করোনাভাইরাস মহামারীতে টালমাটাল। জনজীবন পর্যন্ত বিপর্যস্ত। ঠিক সে রকম এক অভুতপূর্ব সংকটের মধ্যে থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় এবং দেশের ৪৯তম বাজেট ঘোষণা করলেন। বাজেট প্রস্তাবনায় তৈরি পোশাক শিল্পখাতে রপ্তানির বিপরীতে যে নগদ সহায়তাগুলো চালু আছে সেগুলো অব্যাহত রাখার এবং পাশাপাশি অতিরিক্ত ১ শতাংশ বিশেষ নগদ সহায়তাও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতবছর পোশাক শিল্পের আবেদনের প্রেক্ষিতে উৎসে কর কমিয়ে ০.২৫ শতাংশ হারে পুনঃনির্ধারণ করা হয়েছিল। শিল্পের এই কঠিন সময়ে উৎসে কর ০.২৫ শতাংশ হারে আরও ৫ বছর অব্যাহত রাখতে অর্থমন্ত্রীর প্রতি বিজিএমইএ বিনীত অনুরোধ জানাচ্ছে।