রাজস্বনীতি উদার ও সহজ করা প্রয়োজন

কালের কণ্ঠ মো. শাহাদাৎ হোসেন প্রকাশিত: ০৩ জুন ২০২১, ১৩:০০

অর্থবছর ২০২০-২১ প্রায় শেষের দিকে। প্রস্তুতি চলছে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রণয়নের। ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট দেওয়া হয়েছিল, অর্থাৎ যে বাজেটের কার্যক্রম বর্তমানে চলমান, সে বাজেট প্রণয়ন করা হয়েছিল বৈশ্বিক মহামারি কভিড-১৯-এর মধ্য দিয়ে চলমান একটি পরিস্থিতি সামনে রেখে। গত অর্থবছরের বাজেটে জাতীয় আয়ের যে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, তা অর্জন করা যদি সম্ভব না-ও হয় কভিডের কারণে বহু মানুষকে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হলেও এবং বহু মানুষ শহর ছেড়ে গ্রামে যেতে বাধ্য হলেও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে সরকার কভিড পরিস্থিতি অনেকটা ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হয়েছে বা হচ্ছে। বিশ্ব মহামারি কভিড-১৯-এর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমে সরকার যতটুকু সফলতা দেখিয়েছে তার জন্য বাজেটে ঘোষিত সরকারের রাজস্বনীতি (Fiscal Policy) যতটা না অবদান রেখেছে তার চেয়ে বেশি অবদান রেখেছে সরকারের মুদ্রানীতি (Monetary Policy)|


২০২০-২১ অর্থবছরের বাজেট অনুযায়ী জুলাই-ফেব্রুয়ারি প্রথম আট মাসে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ২০ হাজার কোটি টাকা, সেখানে আদায় হয়েছে এক লাখ ৫১ হাজার ৪৭২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ। আরো উল্লেখ্য, বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে কর আদায়ের পরিমাণ ছিল আগের অর্থবছরের একই সময়ের আদায়কৃত রাজস্বের মাত্র ৪ শতাংশ বেশি। মূল্যস্ফীতিকে বিবেচনায় নিলে বর্তমান অর্থবছরের আদায়কৃত রাজস্বের পরিমাণ আগের বছরের রাজস্বের চেয়ে কম। রাজস্ব আদায়ে ৩১ শতাংশ ঘাটতি নিয়ে সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে একটি কার্যকর মুদ্রানীতি গ্রহণ করার জন্য। সরকার কর্তৃক গৃহীত মুদ্রানীতি অনুযায়ী জুলাই ২০১৯ মাসে নগদ অর্থ সরবরাহের পরিমাণ ছিল এক লাখ ৫৭ হাজার ৮৩১ কোটি টাকা। বৈশ্বিক মহামারি কভিড-১৯ মোকাবেলার জন্য ব্যাংকের বিদ্যমান রেপো, রিভার্স রেপো রেট এবং নগদ সংরক্ষণের হার কমিয়ে একটি উদার মুদ্রানীতি গ্রহণের পাশাপাশি নগদ মুদ্রা সরবরাহের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়। ২০২০ সালের মার্চ মাস থেকে ক্রমান্বয়ে নগদ মুদ্রা সরবরাহের পরিমাণ বৃদ্ধি করায় জুন মাসে দাঁড়ায় এক লাখ ৯২ হাজার ১১৫ কোটি টাকা এবং জুলাই মাসে দুই লাখ ১০ হাজার ৯৮৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। একটি উদার মুদ্রানীতি গ্রহণ করে সরকারি ব্যয় বৃদ্ধিপূর্বক আর্থিক সংকট মোকাবেলা করা হলে যে মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে, সেটিও খুব একটা পরিলক্ষিত হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চার বিলে রাষ্ট্রপতির সই

বিডি নিউজ ২৪ | জাতীয় সংসদ ভবন
৩ বছর, ৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us