জাতীয় সংসদে পাস হওয়া চারটি খসড়া আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটসহ একাদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে পাস হওয়া চারটি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
বিলগুলো হলো নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল- ২০২১। সংবিধানের বিধান অনুযায়ী সংসদে পাস হওয়া কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।