দৃষ্টিশক্তি হারাচ্ছেন বলিউডের শাহেনশাহ্‌

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ২১:৪৫

দৃষ্টিশক্তি হারাচ্ছেন বলিউডের শাহেনশাহ্‌ অমিতাভ বচ্চন। এমনকি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন এই মেগাস্টার। নিজের ব্যক্তিগত ব্লগে লিখেছেন, দৃষ্টিশক্তি ক্ষয়ে যাচ্ছে। চোখগুলো ঝাপসা দেখছে। এমনকি সবকিছু দুটো করে দেখছে। বেশ কয়েকদিন ধরে আমি নিজেই বুঝতে পারছি, অন্ধত্বের দিকে এগোচ্ছি। আমার শরীরে অগণিত সমস্যার মধ্যে এটাও যোগ হতে যাচ্ছে। শুধু তাই নয় লিখতে গিয়ে অনেকটা অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। আর তাই মায়ের আদর-স্নেহের কথাগুলোও স্মরণ করেন তিনি। জানান, ছোটবেলা চোখে আঘাত লাগলে তার মা কীভাবে তার যত্ন করতেন।  তিনি লিখেন, মায়ের শাড়ির আঁচল পেচিয়ে বলের মতো বানাতেন। তারপর মুখের গরম বাতাস দিয়ে উষ্ণ করে সেটা চোখের ওপর আলতো করে চেপে ধরতেন। তাতেই বাজিমাত হয়ে যেত। মুহূর্তেই চোখে আরাম মিলতো। এখন সেই প্রক্রিয়াই অনুসরণ করলাম। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চোখে চেপে নিলাম। তবে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ ডাক্তার নিশ্চিত করেছেন তিনি অন্ধ হয়ে যাবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘণ্টায় ঘণ্টায় ড্রপ দিচ্ছেন চোখে। কম্পিউটারের স্ক্রিনের সামনে খুব বেশি সময় কাটানো হয়ে গেছে তার। চোখগুলো খুব ক্লান্ত।  সবশেষে বিগ বি বলেন, আমার বৃদ্ধা মায়ের প্রযুক্তি কাজে লেগেছে। এখন বেশ দেখতে পাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us