দুপুরে খবর এল বলিউডের মেগাতারকা অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পায়ে জমাটবাঁধা রক্ত সচল করতে অ্যাঞ্জিওপ্লাস্টি পর্যন্ত করা হয়েছে; কিন্তু সন্ধ্যায় নেট দুনিয়ায় ভেসে বেড়ানো ছবি বলল, স্টেডিয়ামে ছেলের সঙ্গে বসে খেলা দেখছিলেন বিগ বি।
অমিতাভ বলছেন, তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর পুরোপুরি ভুয়া। কেবল সুস্থ নয়, কাজেকর্মে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, পিংকভিলা, আনন্দবাজারসহ ভারতের ইংরেজি-বাংলাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে শুক্রবার লেখা হয়, শহরের কোকিলাবেন আম্বানি হাসপাতালে অমিতাভকে ভর্তি করা হয়েছে এবং তার পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।