ঢাকা: ২০১৬ সালের ১ জুলাই রাত। বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় করার প্রত্যয় নিয়ে কেঁপে উঠলো গুলশানের হলি আর্টিজান বেকারি। সেই রাতে লেপন করা কলঙ্কের কিছুটা হলেও ঘুচেছে নব্য জেএমবি’র সাত সদস্যকে ফাঁসির দণ্ড প্রদানের মাধ্যমে। উৎকণ্ঠা দিয়ে শুরু আর কাঙ্ক্ষিত রায়ের খুশিতে শেষ হওয়া দিনের বিভিন্ন বিষয় থাকছে এই প্রতিবেদনে