হলি আর্টিজান মামলা: শিগগিরই হাই কোর্টে শুনানি শেষের আশা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ২২:১২

বিচারিক আদালতের রায়ের পর সাড়ে তিন বছর গড়ালেও হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় হাই কোর্টে আসামিদের আপিল শুনানি এখনও শেষ হয়নি।


তবে রাষ্ট্রপক্ষ আশা করছে, চলতি জুলাই মাসে সম্ভব না হলেও অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে শুনানি শেষ হতে পারে।


নজিরবিহীন ওই হামলার প্রায় সাড়ে তিন বছর পর ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাতজনের ফাঁসির রায় দেয়;একজন খালাস পায়।


দণ্ডিত সাতজন হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন। তারা সবাই কারাগারে আছেন।


নিয়ম অনুযায়ী ওই রায় কার্যকরের অনুমতি চেয়ে হাই কোর্টে ডেথ রেফারেন্স আকারে নথি পাঠানো হয়। দণ্ডিত আসামিদের মধ্যে চারজন আপিল করেন, এছাড়া তিনটি জেল আপিল হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us