রেজাউর রহমান লেনিন
মানবাধিকারকর্মী ও ‘তুলনামূলক-সংবিধান’ বিশেষজ্ঞ, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক
রেজাউর রহমান লেনিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩ত ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে দক্ষিণ কোরিয়ার Sungkyunkwan University, অস্ট্রেলিয়ার Sydney University, সুইডেনের Lund University এবং হাঙ্গেরির Central European University-তে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি সীমান্ত হত্যা, অনলাইনে মতামত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, তৈরি পোশাক খাতে শ্রমিকদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রতি রোহিঙ্গা শরনার্থী ইত্যাদি বিষয়ে ধারাবাহিক কাজ করছেন। পেশাগত জীবনে লেনিন মানবাধিকার সংগঠন অধিকার, রামরু, মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, আর্টিকেল নাইনটিন, হিউম্যান রাইটসওয়াচ, আলজাজিরা টিভিসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় গবেষণামূলক কাজ করেছেন।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন