ঝর্ণা দাশ পুরকায়স্থ
শিশুসাহিত্যিক
ঝর্ণা দাশ পুরকায়স্থ ১৯৪৫ সালের ২৭ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) সিলেট জেলার দরিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী শিশুসাহিত্য লেখক ও গীতিকার।
শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার-১৪২১ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ লাভ করেন। এছাড়াও তিনি কমর মুশতরী স্মৃতি পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক ও আশরাফ সিদ্দিকি ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন।
তার লেখা গ্রন্থাবলীর মধ্যে রয়েছে- ভূত ও টুনটুনের স্বপ্ন (১৯৯১), ডালির মেম পুতুল (১৯৯৩), ইভানের কাজলা দিদি (১৯৯৪), রং মাখা, শার্ট (১৯৯৫), মুশকিল আসান মামা (১৯৯৫), টুসি আমার টুসি (১৯৯৫), লালুর মুক্তিযুদ্ধ (১৯৯৭), মেঘ জোছনায় টুপুর (২০০১), টুলটুলের রঙ্গিন বেলুন (২০০২), টক ঝাল মিষ্টি গল্প (২০০৪), এসো ভালোবাসা (২০১৫, সাহস প্রকাশনী)।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন