এহসানুল হক সেজান
জুনিয়র নির্বাচক কমিটির এক সদস্য
অফস্পিন অলরাউন্ডার হিসেবে ২০০২ সালে শ্রীলংকার সাথে টেস্ট অভিষেক। টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছেন তিনি। তারপর ওয়ানডে খেললেও আর টেস্ট দলে ডান পাননি তিনি। ২০০২ সালেই ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে অভিষেক। জাতীয় দলের হয়ে ২০০৩ সালের আফ্রিকার সাথে শেষ ওয়ানডে খেলা পর্যন্ত মাত্র ৬টি ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ২০ রান বেস্টে মোট ৫৭ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট বেস্টে ৩ উইকেট শিকার করেন।
একজন টপঅর্ডার ব্যাটস হিসেবে প্রথম শ্রেণীর ৬৩টি ম্যাচে ১৮৬ বেস্টে ১০ সেঞ্চুরী ও ২৪ ফিফটিতে ৪০১৭ রান সংগ্রহ করেছেন তিনি। বল হাতে ৪ উইকেট বেস্টে ৪৬ উইকেট শিকার করেছেন।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন