ঢাকা: রাজধানীর যানজট পরিস্থিতির উত্তরণ ঘটাতে সরকারের বাস্তবায়নাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নের অনিশ্চয়তা সংকট কেটেছে। ফলে গতি পাচ্ছে বহুলকাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পটি।