‘ছোটকাকু’ এবার নোয়াখালীতে

মানবজমিন প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০০:০০

শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘খালি খালি নোয়াখালী’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আট পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত ও তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিট থেকে একই সময়ে ঈদের সপ্তম দিন পর্যন্ত। গল্পে দেখা যাবে- জনপ্রিয় অভিনেত্রী লাবলী খুন হয়েছে। মোটিভ কোনো কিছুতেই ধরা পড়ছে না। ছোটকাকু অনেক রহস্যেরই জটিল সমাধান করেছেন। কিন্তু এবারের কেসটি তার জন্যে একটু ভিন্ন। লতিফ একজন দুর্ধর্ষ বুদ্ধিমান। তার মাথায় এমন পরিকল্পনা কীভাবে এলো ছোটকাকু তা কিছুতেই তা উন্মোচন করতে পারছিল না। জজ সাহেবের সঙ্গে এই লতিফের কীসের শত্রুতা। ছোটকাকু যখন জজসাহেব এবং লতিফের সম্পর্ক নিয়ে একটু জানতে গেলেন, তখনই বেরিয়ে এলো রহস্যময় ঘটনা। এর সঙ্গে লাবনীর খুনের সম্পর্ক। টিংকুকে আটকে রেখে এই লতিফ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নোয়াখালীতে গিয়েই ছোট কাকু এই রহস্যের জট খুলতে শুরু করলেন। এই নানা রহস্যের মধ্যে দিয়েই এবারের সিরিজ ‘খালি খালি নোয়াখালী’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us