You have reached your daily news limit

Please log in to continue


সমালোচিত সরফরাজের পাশে ভারতীয় সমর্থকরা

ভারত-পাকিস্তানের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। খুব কমই দেখা যায় ভারতীয়রা পাকিস্তানের সমর্থনে কথা বলে। এবার পাকিস্তানের অধিনায়কের পক্ষে দাড়ালো ভারতীয় সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সামালোচনার ঝড় বইছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে। বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা বৃটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন। সেখানে সবাই ব্লেজার-টাই পরে গেলেও ভিন্ন ছিলেন পাকিস্তান অধিনায়ক। সরফরাজ আহমেদকে দেখা যায় পাঞ্চাবি-পায়জামা এবং উপরে সবুজ রঙের ব্লেজার পরিধান করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে। সরফরাজের পোশাক নিয়ে ‘ট্রল’ করে পোস্ট দিচ্ছেন অনেকে। পাকিস্তানি বংশোদ্ভত কানাডিয়ান লেখন তারেক ফাতাহ টুইট করেন, ‘বাংলাদেশে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাই স্মার্ট হয়ে এসেছে। আর পাকিস্তানের অধিনায়ক! আমি অবাক হয়েছি সে (সরফরাজ) লঙ্গি আর টুপি পরে আসেনি।’ তারেক ফাতাহর পোস্টে ভারতীয়রা সরফরাজের পক্ষে দাড়িয়েছেন। ‘জয় হিন্দ’ নামের একজন তারেকের পোস্টের উত্তর দেন, ‘সে (সরফরাজ) ভালো পোশাকই পড়ে  গিয়েছেন। দেখতেও ভালো লাগছে। সে তার সংস্কৃতি ধরে রেখেছে। সরফরাজ যা পড়তে স্বাচ্ছ্বন্দবোধ করবেন তাই পড়বেন।’ আরজি নামের একজন লিখেন, ‘আমি আপনার (তারেক ফাতাহ) থেকে এমন পোস্ট আশা করিনি। মহত্মা গান্ধি ‘ধুতি’ পড়ে লন্ডনে রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি রাজাকে দেখাতে চাই। তোমরা আমার দেশ ও আমাকে ডাকাতি করছো, আমার বিলাসীতা করার মতো কিছু নেই।’কেটান সাতনালিয়া লিখেন, ‘কেউ যদি তার সংস্কৃতিকে ধরে রেখে পোশাক পরে তাতে ক্ষতি কি? কেন ইংল্যান্ডেকে স্যুট পরতে হবে। আবার কেউই মোদির সঙ্গে দেখা করতে আসলে কুর্তা ও পায়জামা পড়া লাগবে। তাহলে কি মেয়েরা ইংল্যান্ডে গেলেই শর্ট স্কার্ট পড়বে?’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন