নতুন বছরের শুরুতেই নিজেদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন প্রকাশ করতে যাচ্ছে চীনা ফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস। রীতি অনুসারেই নতুন সিরিজের নাম হতে চলেছে ওয়ানপ্লাস ১৩।
ফোনটি উন্মোচনের সম্ভাব্য তারিখ ৭ জানুয়ারি ২০২৫। একই আয়োজনে কোম্পানি নিজেদের ‘ওয়ানপ্লাস বাডস প্রো ৩’ প্রকাশ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
তিনটি রঙের ভ্যারিয়েন্টে আসছে ওয়ানপ্লাস ১৩, সেগুলো হল ‘আর্কটিক ডন’, ‘ব্ল্যাক একলিপস’, ‘মিডনাইট ওশন’। ‘মিডনাইট ওশন’ রঙের ফোনটিতে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে মাইক্রোফাইবার চামড়া। পাশাপাশি, ওয়ানপ্লাসের দাবি আর্কটিক ডন ভ্যারিয়েন্টে রয়েছে নতুন ধরনের গ্লাস কোটিং, যা ফোন খাতে এ প্রথম।
ফোনে রয়েছে আরও কিছু প্রথম, ‘ওয়ানপ্লাস ১৩’ -এর সব মডেলেই থাকছে ‘আইপি৮’ এবং ‘আইপি৬৯’ রেটিং। ‘আইপি৬৮’ সার্টিফিকেশন বোঝায় যে এটি পানি ও ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ‘আইপি৯’ পানির সুরক্ষার বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এ সার্টিফিকেশন প্রতিশ্রুতি দেয় ডিভাইসটি পানির উচ্চ চাপ সহ্য করতে পারবে। আর ওয়ানপ্লাস ১৩ ‘আইপি৬৯’ রেটিংওয়ালা প্রথম মূলধারার স্মার্টফোন হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।