সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৬

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল-আসাদের আদি জন্মশহর কারদাহায় বুধবার এ ঘটনা ঘটে।


কয়েকটি ছবিতে বিদ্রোহী যোদ্ধাদেরকে হাফিজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। কয়েকজন তরুণও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য।


আল-জাজিরা জানায়, হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসনক্ষমতায় ছিলেন। হাফিজের মৃত্যুর পর শাসনক্ষমতা নিয়েছিলেন তার ছেলে বাশার আল-আসাদ।


সম্প্রতি বিদ্রোহীদের ১২ দিনের ঝড়ো আক্রমণের মুখে পতন হওয়ার আগ পর্যন্ত ২৪ বছর বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তার বাবা হাফিজ আল-আসাদ জনগণের ওপর কঠোর শাসন জারি রেখেছিলেন।


ছেলে বাশার আল-আসাদও বাবার মতোই দেশ শাসনে কঠোর নীতি অনুসরণ করে জনপ্রিয়তা হারিয়েছিলেন।


গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us