এআই সহকারী গ্রক-এ ‘অরোরা’ নামের নতুন ইমেজ জেনারেটর যুক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। সম্প্রতি নতুন টুলটি অনেকে ব্যবহার করলেও পরবর্তীকালে তা কিছু ব্যবহারকারীর অ্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়। খবর টেকক্রাঞ্চ।
অক্টোবরে প্রকাশিত গ্রকের প্রথম ইমেজ জেনারেটর ফ্ল্যাক্স-এর তুলনায় সম্ভবত টুলটির সীমাবদ্ধতা কমিয়ে আনা সম্ভব হয়েছে।
এক্স-এর মোবাইল অ্যাপ ও ওয়েব-এ গ্রক ট্যাবের মাধ্যমে এক্সেস করা যাবে অরোরা। টুলটি কোনো পরিচিত ব্যক্তিত্ব বা কপিরাইটযুক্ত চরিত্রের ছবি তৈরি করতে পারে; যেমন মিকি মাউস। টেকক্রাঞ্চের সংক্ষিপ্ত পরীক্ষায় মডেলটি নগ্নতা থেকে দূরে থাকলেও গ্রাফিক কনটেন্ট যেমন ‘রক্তাক্ত ডোনাল্ড ট্রাম্পের ছবি’ তৈরিতে টুলটি পিছপা হয়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। অরোরার তৈরি ছবি কিছুটা অস্পষ্ট।